* সময়ের ফসিল *

একটা সময় পর আমাদের জীবনে কতগুলো মুহূর্ত ছাড়া আর কিছুই থাকেনা।দিন চলে যায়, রাত ফুরিয়ে যায়, সময় কেটে যায়, তবে ওই মুহূর্ত গুলো থেকে যায়। সময়ের নিয়মেই সময় চলতে থাকে, কারোর সাধ্য নেই তাকে থামিয়ে রাখার।
সময়টা অসময়ই থেকে যায়।
Song credits :
Vocal/Composition/Lyrics - Indrajit Bala
Keyboard - Surajit Roy
Guitar - Arpan Rakshit,Indrajit Bala
Animation - Rajib Dutta
Edited by - Surajit Roy
Special Thanks : Surajit Roy & Team Nijeder Gaan
Check it out Our Facebook Page 👇
Lyrics :
সময়ের ফসিল
দিন চলে যায় , রাত ফুরিয়ে যায়
কেটে যায় সময়,দিন চলে যায়।
পুরোনো সাইকেলের শক্ত সিটটা
বয়ে নিয়ে চলেছে অনেক মুহূর্ত।
পুরোনো পিচকারা রাস্তাতে আবার ,
ফোটে নতুন গর্ত
এভাবে বেড়ে যায় ক্লান্ত টিউবটার
নতুন আরেকটা শর্ত
আজও একই ভাবে হেঁটে চলে
কোদাল কাঁধে কুঁজো বুড়োটা
একই ভাবে জ্বলতে থাকে
নতুন করে ল্যাপা সেই উনুনটা
বাড়তে থাকে বয়স,
কমতে থাকে বছর
সময় হয় অসময়
হয়তো কোনো দিন নিভে যাবে সেই উনুন টা
কাধটা হয়তো কোদাল টাকে আর নেবে না
বদলে যাবে টিউবটা গর্তটা ভরাট হবে
হয়তো সাইকেলের সিটটা ভুলে যাবে সব মুহুর্ত।
তবুও সময়টা অসময়ই থেকে যায়