Sobuj Joddha Chole | সবুজ যোদ্ধা চলে



আধুনিকতার শুরুতে মানুষ প্রকৃতির উপর জয় ঘোষণা করে ফেলে । মনুষ্যপ্রকৃতি এবং প্রাণপ্রকৃতির মধ্যে এক স্পষ্ট বিভেদ রেখা টেনে দেওয়া হয় এবং একে একে উন্নয়নের( উচ্ছেদের) পাঁচিল গড়ে ওঠে মানুষ ও অন্যান্য সকল প্রাণের সঙ্গে অন্যান্য সকল সম্ভাবনাময় প্রাণের অস্তিত্বের , মা এবং সন্তানের মাঝে । গ্রামের রাস্তা , কাচা বাড়ি , ধানের ক্ষেত , তৃণ , ভূমি , বাবুইয়ের বাসা আমাদের পরের প্রজন্মের কাছে যেন আজ নস্টালজিয়া হয়ে উঠছে । এবং আমরা হঠাৎ লক্ষ্য করি যশোর রোডের মহীরূহগুলোকেও নস্টালজিয়ায় আক্রান্ত করার চরম প্রয়াসে উন্নয়নের কান্ডারিরা মেতে উঠেছে । রাস্তা এবং রাস্তার মাঝে আর কোনো সবুজ থাকবেনা এই ভয়ে যে , যদি ওই মালবোঝাই গাড়ির চালকেরা সেই গাছের ছায়ায় একটু বিশ্রাম নিয়ে নেয় ... " সবুজযোদ্ধা " সেই সকল যোদ্ধা যারা বলে একটু বিশ্রাম নিয়ে যাও গাছের ছাওয়ায় , যারা আদিবাসীর জীবনবোধ কল্পনা করতে পারে , বলতে শিখেছে প্রকৃতির উপর জয় নয় আমরা প্রকৃতির কোলে ফিরতে চাই , যারা জড়িয়ে ধরতে শিখেছে পীরেন স্নালের সবুজ স্বপ্নকে ...


Song credits :

Lyrics - Atanu Halder
Tune - Indrajit Bala
Vocals - Rajib Dutta, Indrajit Bala
Guitar - Indrajit Bala
Cajon - Niladri Madhab Biswas
Shaker - Arghyadeep Chowdhury
Animation - Rajib Dutta
Edited by - Niladri Madhab Biswas
Video - Atanu Halder , Arghyadeep Chowdhury

Special Thanks : Team সবুজ যোদ্ধা - Green Warrior & Team Nijeder Gaan

Check it out Our Facebook Page 👇
Facebook Link👇


Lyrics :

সবুজ যোদ্ধা চলে:

দেখছি আমি ওরা দাঁড়িয়ে আছে
সবুজ দ্বীপের রাজার কাছে
রাজার যত সেপাই মিলে
গাছ কেটো না চেঁচিয়ে বলে

ওই সবুজের হাতছানিতে
এই প্রকৃতির গাছ বাঁচাতে
দেখো গাছের সাথে
রক্তে ঘামে আগামীর পথে

সবুজ যোদ্ধা চলে
সবুজ যোদ্ধা চলে

এক যে ছিলো রাজার দেশে
এরাই সবুজ যোদ্ধা বেশে
বাঁচালো যাদের বলি দিলে
উন্নয়নের চাপাকলে

ওই সাহারা দূর হটাতে
এই শিশুদের শ্বাস বাঁচাতে
দেখো গাছের সাথে রক্তে ঘামে
আগামীর পথে

সবুজ যোদ্ধা চলে
সবুজ যোদ্ধা চলে