Rasta | রাস্তা | A Journey Song
Song credits :
Lyrics - Arpan Rakshit
Composer - Indrajit Bala
Singers - Rajib Dutta, Indrajit Bala, Arpan Rakshit
Shaker - Shibam Das
Cajon - Niladri Madhab Biswas
Guitar - Indrajit Bala
Ukulele - Arpan Rakshit
Animation -Rajib Dutta
Recorded & edited by - Aditya Banik
Special Thanks - Mou
Video credits: Nature & people's
Check it out Our Facebook Page 👇
Lyrics :
রাস্তা
রাস্তা শুধু হেঁটে চলে আঁকাবাঁকা পথে,
সাইকেল টা ভাঙাচোরা, ক্যাঁচম্যাচ করে।
রাস্তাগুলো উঁচু নিচু, ব্যাথা বড়ো লাগে
রাস্তা টাও অচেনা জানিনা কোথা যে,
চলতে চলতে হঠাৎ দেখি ব্রেকও কাজ করেনা,
একই সাথে বেল টা শুধু করে যে ছলনা
রাস্তা মাঝে কুকুরগুলো ক্ষিপ্ত চোখে দেখে
মনে ভয় জাগে বুঝি ঘেউ ঘেউ করে
কুকুরের ধাওয়া খেয়ে বাঁয়ে ঢুকে দেখি
রাস্তা শেষে দাড়িয়ে ছোট্ট একটা বাড়ি
উত্তেজিত হয়ে আমি ব্রেক ফেল করি
ঢুকতে গিয়ে বালিতে মুখ-থুবরে পড়ি
সামনে দেখি চায়ের কাপ নিয়ে হাতে বসে
মুচকি মুচকি হাসি দিয়ে কমেডি শো দেখে
আমার অবস্থা দেখে রূপসীও হেসে ওঠে
হাসি হাসি মুখ দেখে মনে প্রেম সবে জাগে
হঠাৎ আওয়াজ এলো ....
-কী গো বৌমা , কে এলো?!
ব্যাস! হিমু হয়ে পারি আমি দিলাম...
রাস্তা শুধু হেঁটে চলে আঁকাবাঁকা পথে,
সাইকেল টা ভাঙাচোরা, ক্যাঁচম্যাচ করে।