এই জীবন মানে কি শুধু বেচেঁ থাকা?
নাকি অজানা সুরের পথ খোঁজা!!
Song credits :
Lyrics & Tune - Indrajit Bala
Music Arrengement - Indrajit Bala
Vocals - Indrajit Bala
Ukulele -Indrajit Bala
Animation -Rajib Dutta
Videography & Edited by - Jayanta Pathak
Special Thanks : Team Nijeder Gaan
Check it out Our Facebook Page 👇
Lyrics :
কি যে করি, ভেবে না পাই!
আমি কোথা যে যাই,খুঁজে না পাই!
নিয়ে প্রশ্নগুলোকে ঘুরে বেড়াই?
নাকি উত্তর গুলোতে হাত বোলাই!
এই বাঁচা মরা গল্পে কেনো সবাই,
শুধু জিততে চায়,হারতে না চায়!
এই জীবন মানে কি শুধু বেচেঁ থাকা?
নাকি অজানা সুরের পথ খোঁজা!!