Aami Cheyechhi | আমি চেয়েছি
Song credits :
Lyrics - Indrajit Bala
Tune - Indrajit Bala
Vocals - Indrajit Bala,Rajib Dutta
Bass Guitar - Misuk Nandi
Guitar - Arpan Rakshit,Indrajit Bala
Cajon - Niladri Madhab Biswas
Shaker - Arghyadeep Chowdhury
Photo - Arpan Rakshit
Animation - Rajib Dutta
Edited by - Arghyadeep Chowdhury
Check it out Our Facebook Page 👇
Lyrics :
- গানটা তোদের জন্য
আমি চাইনি কখনোই বলতে আমার বেলাকে
চাকরিটা আমি পেয়েগেছি ওগো শুনছো
আমি চাইনি কখনোই চড়তে বড়ো গাড়িতে
ক্যাচম্যাচ করা সাইকেলই ভালো
আমি চাইনি কখনোই থাকতে ইয়া বাড়িতে
শান্তিতে সুখে কুঁড়ে ঘরই ভালো
আমি চাইনি কখনোই স্যুট-বুট হাই ফাই যে
ট্র্যাকপ্যান্ট আর স্লিপার'ই ভালো
আমি চেয়েছি আমার বেলার হাত ধরে
হাঁটবো বহুদূর বহুদূর
আমি চেয়েছি তোদের হাত ধরে স্বপ্ন গুলো পূরণ করবো
আমি চেয়েছি আমারা একে-অপরের সুখ-দুখের সাথী হবো
আমি চেয়েছি ঠিক-ভুলের জন্যে একসাথে লড়বো
তবে জানি বেলার হাত পেতে হলে চাকরিটাই দরকার
ঠিকভুল গুলো যাক গিয়ে সব চুলোয় তাতো কি যায় আসে আমার
আগে নিজের পায়ে দাঁড়াতে হবে গলে যাক আদর্শ আর গান
তবেই তুমি দশের এক হবে পুড়ে যাক দেশ আমার